Cifra Club

Abaruddho Bhor

Forbidden Truth

We don't have the chords for this song yet.

ধুসর মানচিত্রের বুকে
দিশেহারা সব
বিচ্ছিন্ন আর্তনাদে
কম্পিত আজ এই জনপদ

স্বাধীকার হারিয়ে পরাজিত বাস্তবে
মুক্তির আশায় ক্লান্ত শ্রেষ্ঠ জাতি আঁধারে

হাহাকারে, অন্ধকারে
হাহাকারে, অন্ধকারে

বিক্ষিপ্ত সপ্নদৃশ্য বিভিষীকার অগ্নিকুন্ডে
উজ্বল আগামীকে খুজে নিঃছিদ্র অন্ধকারে

হাহাকার আর আর্তনাদ হয়ে গেছে সব অর্থহীন
দুরে ঠেলে দেয়া আশার প্রদীপ, আজকে চাওয়া মূল্যহীন

অবরুদ্ধ ভোর, অবরুদ্ধ ভোর, অবরুদ্ধ ভোর, অবরুদ্ধ ভোর

নিষ্ক্রীয়তার প্রতীক হয়ে মূল্য দেয় সেই প্রজাতী
মূর্খ শাসকের নেতৃত্বে আঁকরে ধরে দুর্নীতি

পরিনাম ভয়াবৃত তবু মত্ত ছিল উত্‍সবে
আঁধারে পথ হারিয়ে আটকে পরে চোরাবালিতে

হাহাকারে, অন্ধকারে
হাহাকারে, অন্ধকারে

বিকৃত সম্রাজ্যের লোভে বিধাতা যেন অসহায়
ভেসে থাকা ঘরকুটো স্বীয় পাপে দুরে সরে যায়

হাহাকার আর আর্তনাদ হয়ে গেছে সব অর্থহীন
দুরে ঠেলে দেয়া আশার প্রদীপ, আজকে চাওয়া মূল্যহীন

অবরুদ্ধ ভোর, অবরুদ্ধ ভোর, অবরুদ্ধ ভোর, অবরুদ্ধ ভোর

অবরুদ্ধ ভোর, অবরুদ্ধ ভোর, অবরুদ্ধ ভোর, অবরুদ্ধ ভোর ।

Other videos of this song
    0 views

    Chord tuning

    Online tuner

    Ops (: Content available only in Portuguese.
    OK