Cifra Club

Na Pawar Golpo

Encore

Chord: Principal (acoustic and electric guitars)
We Chords Seal: This chord has been reviewed to meet the official criteria of our Quality Team.
key: Dm
Dm A# F C

[Verse 1]
Dm      A#
স্বর্গ থেকে নেমে আসা
F       C
ডানা কাটা পরী আমার
Dm      A#
তার সাথে কথা বলা
F       C
হলো না আমার


[Chorus]
Dm      A#      F       C
এ কী ভুল করেছো তুমি আমায় ভুলে গিয়ে...

Dm      A#
কত দূর যাবে তুমি
F       C
আমায় ফেলে একা?
Dm      A#
তোমার ডানা দুটি আমি
F       C
যে পুড়িয়ে ফেলেছি
Dm      A#
শুকনো পাতারই মতো
F       C
তুমিও ঝরে যাবে
Dm      A#
তোমার সব কিছু মিশে যাবে
F       C
ধূলোর সাথে


[Verse 2]
Dm      A#
কেউ কভু জানবে না
F       C
অলস বিকেলে তোমায় খুঁজেছি কত
Dm      A#
কষ্টের তাড়নায়
F       C
ফুলের সুবাসে শুকিয়েছি হৃদয় কত
Dm      A#
হতে পারে ভুল মানুষের
F       C
পরীর পক্ষে কী করে সম্ভব হয়?
Dm      A#
আগুন জ্বলবে নরকে
F       C
তোমার অভিশপ্ত প্রেম

[Chorus]
Dm      A#      F       C
এ কী ভুল করেছো তুমি আমায় ভুলে গিয়ে...

Dm      A#
কত দূর যাবে তুমি
F       C
আমায় ফেলে একা?
Dm      A#
তোমার ডানা দুটি আমি
F       C
যে পুড়িয়ে ফেলেছি
Dm      A#
শুকনো পাতারই মতো
F       C
তুমিও ঝরে যাবে
Dm      A#
তোমার সব কিছু মিশে যাবে
F       C
ধূলোর সাথে
Other videos of this song
    300 views
      • ½ Key
      • Am
      • Bbm
      • Bm
      • Cm
      • C#m
      • Dm
      • Ebm
      • Em
      • Fm
      • F#m
      • Gm
      • G#m
    • Add to the list

    Afinação da cifra

    Afinador online

      Were you able to play?

      0Played0Not yet

      Record a video playing the Na Pawar Golpoongand send it to us!

      Ops (: Content available only in Portuguese.
      OK