Cifra Club

Amader Surjo Merun Egaro

Arijit Singh

Chord: Principal (acoustic and electric guitars)
We Chords Seal: This chord has been reviewed to meet the official criteria of our Quality Team.
key: C
C
আমাদের সূর্য মেরুন
F             G
নাড়ির যোগ সবুজ ঘাসে
C
আমাদের খুঁজলে পাবে
F            G
সোনায় লেখা ইতিহাসে
F
আমাদের রক্তে খেলা
      G
খেলার ছলে বিপ্লবী-বেশ ।
Am     Em        G
আমরাই কখনও মুখ, কখনও দল
F           C     F
কখনও দেশ । কখনও দেশ.....

[Chorus]
C           Am   F       G
জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ী পরোয়ানা
C        Am        F         G
বুকের এই কলজে বলে, লড়াই করো হার না মানা
F            G
দেখো ওই ওড়ে নিশান
F                 G
খেলার আকাশ ছোঁয়ার সোপান
F          G            C
আমরাই মোহনবাগান! মোহনবাগান!

C  Am  F  G
তূ  তূ  তূ  তূ

[Verse 2]
C
বেপরোয়া খেলার সাহস
F                 G
খেলার বিবেক, খেলার নবাব
C                F
আমরাই ভিনদেশীদের বিরুদ্ধে
F        G
এই দেশের জবাব ।
F                      G
সাগরের উথাল পাতাল বুকেও এই নৌকা চলে ।
Am      Em        G
কত ঝড় বিবাদ সামাল দিতে খেলাই
F         C   F
কথা বলে । কথা বলে ।

[Chorus]
C           Am  F        G
জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ী পরোয়ানা
C        Am        F        G
বুকের এই কলজে বলে লড়াই করো হার না মানা
F            G    F                 G
আমাদের তূনের ভেতর সবুজ মেরুন এক ঝাঁক বান
F           G     G   C
আমরাই মোহনবাগান! মোহনবাগান!

C  Am  F  G
তূ  তূ  তূ  তূ
Other videos of this song
    5 views
      • ½ Key
      • A
      • Bb
      • B
      • C
      • Db
      • D
      • Eb
      • E
      • F
      • F#
      • G
      • Ab
    • Add to the list

    Afinação da cifra

    Afinador online

      Ops (: Content available only in Portuguese.
      OK