Ka Kha Ga Gha - Naam Na Jana Pakhi

Arijit Singh

key: Em Tuning: E A D G B E
G D B Em

[Verse]
        G                B            D           Em
আজ এক নাম না জানা কোনো পাখি ডাক দিলো ঠোঁটে নিয়ে খড়কুটো,
        G           B             D        Em
আজ এলো কোন অজানা বিকেল গান দিলো গোধূলী এক মুঠো (x2)
    G        Am                B            G    Em
তুমি যাবে কি ? বলো যাবে কি ? দেখো ডাকছে ডাকলো কেউ,
    G        Am             D           B
তুমি পাবে কি ? পাওয়া পাবে কি ? সামনে বেপরোয়া ঢেউ..
Em      G            B          D            Em
ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই যদি যাই ভেসে এমনি ভেসে যাই (x2)
[Solo]
Em  G  Em  D  A B (x2)

[Verse]
        G                B             D          Em
আজ এক নাম না জানা কোনো হাওয়া চোখ বুজে ভাবছে বেয়াদব ধুলো,
      G             B              D             Em
টুপটাপ বৃষ্টি ফোটা গেলো থেমে ভেজা ভেজা খিড়কি দরজা তুমি খোলো।
    G        Am                B            G    Em
তুমি যাবে কি ? বলো যাবে কি ? দেখো ডাকছে ডাকলো কেউ,
    G        Am             D           B
তুমি পাবে কি ? পাওয়া পাবে কি ? সামনে বেপরোয়া ঢেউ..
Em      G            B          D            Em
ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই যদি যাই ভেসে এমনি ভেসে যাই (x2)

G              F            G                F
আজ যদি গল্প হয় চুপচাপ রূপকথার লাল নীল কমলা রোদ ক্যানভাসে,
G              F                   G              F
আজ যদি বৃষ্টি হয় যেন প্রানপনে ভিজবো খুব রামধনু উঠবে ঠিক ফ্যান্টাসি।
    G        Am                B            G    Em
তুমি যাবে কি ? বলো যাবে কি ? দেখো ডাকছে ডাকলো কেউ,
    G        Am             D           B
তুমি পাবে কি ? পাওয়া পাবে কি ? সামনে বেপরোয়া ঢেউ..
Em      G            B          D            Em
ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই যদি যাই ভেসে এমনি ভেসে যাই (x2)
Page 1 / 1

Lyrics and title
Chords and artist

reset settings
OK